FB!

Wednesday, October 19, 2016

এ যেন স্বর্গের অমিয়ধারা!!



বান্দরবান জেলা শহরের খুব কাছেই আছে দু-দুটি নজড়কাড়া ঝর্ণাঃ রূপালী ও রূপসী । 


দেখতে রূপালী বলেই স্থানীয়রা এর নাম দিয়েছে রূপালী ঝর্ণা। এখনো সেরকম পর্যটন সুবিধা গড়ে না উঠলেও যারা জানেন তারা কিন্তু ঠিকই ভীড় জমান এ ঝর্ণাটি দেখতে। বান্দরবন জেলা সদরের অদূরে রেইচা বাজারের খুব কাছে হওয়ায় যাওয়া যায় সহজেই। চাইলেই যে কোন অটোরিক্সা নিয়ে যাওয়া যায় এর খুব কাছে। তারপর হাঁটতে হবে আরও প্রায় ৫০০ মিটার। ওখানে ভাগ্য ভাল থাকলে পেয়ে যাবেন ক্ষুদে গাইড ও (স্থানীয় স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা সহাস্যে আপনাকে গাইড সার্ভিস দিবে)।  ওখান থেকে ১০টাকার বিনিময়ে একটি টিকিট কেটে চলে যান চলে যান একেবারে রূপালী ঝর্ণার নিকটে। রূপালী ঝর্ণার মায়াবী রূপালী রং-এ মুগ্ধ হবে যে কেউ।



রূপসী ঝর্ণা দেখতে হলে একই পথে আপনাকে আরেকটু গভীরে ঢুকতে হবে। সেক্ষেত্রে পাহাড়ী ঝিরিপথ দরে আরও প্রায় ৫০০ মিটার আঁকাবাঁকা পথ পেরিয়ে পেয়ে যাবেন মনভূলানো এক অপরূপ ঝর্ণাধারা। এ জন্যই হয়তো এর নামও রূপসী। চাইলে কিছু সময় কাটাতে পারেন সাঁতরে কিংবা হ্যান্ডবল খেলে। ঝাঁপ দিতে পারেন ঝর্ণার কোমল জলে। 

সতর্কতাঃ  বৃষ্টির দিনে এ রাস্তাটি কিন্তু থাকে অনেক পিচ্ছিল, তাই বাড়তি একটু সতর্ক থাকা জরূরি।

-রেজা আহমেদ, ব্যাংকার।